ঝিনাইদহের কোটচাঁদপুরে প্রধান শিক্ষকের অবসর কালীন বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত।
এস এম টিপু, স্টাফ রিপোর্টারঃ ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার তালিনা, ইকড়া ও চান্দেরপোল (টিআইসি) মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মো. আতিয়ার রহমান স্যারের অবসরকালীন বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার ০৫/০১/২০২৫ ইং তারিখে টিআইসি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতি মাস্টার মো: ওয়ালিয়ার রহমান।
আরও উপস্থিত ছিলেন, কোটচাঁদপুর উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক, তালিনা, ইকড়া ও চান্দেরপোল গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ।
অবসরকালীন বিদায় অনুষ্ঠানের সভাপতি মাস্টার মো: ওয়ালিয়ার রহমান, অবসারপ্রাপ্ত প্রধান শিক্ষকের স্মৃতিচারণ করে বলেন, একজন জ্ঞানের আলো দানকারীর বিদায় জানাতে হচ্ছে। তিনি এ বিদ্যালয়ে দীর্ঘ দিন শিক্ষকতা করেছেন।উনি এ বিদ্যালয়ের প্রতিষ্ঠাকাল থেকেই বিদ্যালয়ের সুন্দর পরিবেশ তৈরি করে রেখেছেন। আজকে এ মহান শিক্ষকের বিদায় জানাতে গিয়ে কলিজা বির্দীন হয়ে যাচ্ছে।
আমরা এ মহান শিক্ষকের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করছি। পরে অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক মো : মো: আতিয়ার রহমান স্যারকে সহকারী শিক্ষকবৃন্দ, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা ফুলেল শুভেচ্ছা বিভিন্ন উপহার প্রদান করেন। এসময় স্থানীয় এলাকাবাসী, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীসহ অত্র বিদ্যালয়ের শিক্ষকদের ভালোবাসায় সিক্ত হয়ে যানও।
No comments